অহেতুক ঘোরাফেরা, ৬৭ মামলায় ৬৪ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৫ পিএম, ২৫ এপ্রিল ২০২০
ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে অকারণে ঘোরাফেরা নিয়ন্ত্রণে রাজধানীজুড়ে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মানুষ যাতে অহেতুক বাইরে না আসে, এ জন্য শনিবার (২৫ এপ্রিল) ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ঢাকা মহানগরীর বিভিন্ন থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানকালে ৬৭টি মামলায় ৬৪ হাজার ২৫০ টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, রমনা বিভাগে ১৮টি মামলায় ৭ হাজার ১০০ টাকা, মতিঝিল বিভাগে ৯টি মামলায় ৩ হাজার টাকা, লালবাগ বিভাগে ১৫টি মামলায় ৪ হাজার ১৫০ টাকা, ওয়ারী বিভাগে ৩টি মামলায় ১ হাজার ৪০০ টাকা, তেজগাঁও বিভাগে ৯টি মামলায় ৩৫ হাজার ৬০০ টাকা, মিরপুর বিভাগে ৬টি মামলায় ৬ হাজার টাকা ও গুলশান বিভাগে ৭টি মামলায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

জেইউ/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।