৩৬ জন করোনা আক্রান্ত, স্বামীবাগের ইসকন মন্দির লকডাউন
পুরোহিত, সেবায়েত, দায়িত্বরত পুলিশ সদস্যসহ ৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় রাজধানীর স্বামীবাগে ইসকন মন্দির লকডাউন করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) রাতে তাদের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসলে শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে মন্দিরটি লকডাউন করা হয়।
গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু মিয়া লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনা আক্রান্ত রোগী পাওয়ার সংবাদের পরপরই আইইডিসিআরের নির্দেশনায় মন্দিরটি লকডাউন করা হয়েছে।
পুলিশের ওয়ারী বিভাগের উপ-কমিশনার শাহ্ ইফতেখারুল ইসলাম বলেন, মন্দিরে এই ৩৬ জনই অবস্থান করছিলেন। এর মধ্যে কয়েকজনের সর্দি-কাশি হলে সবার করোনা পরীক্ষা করায় মন্দির কর্তৃপক্ষ। পুলিশের একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মন্দিরের নিরাপত্তার তত্ত্বাবধানে ছিলেন। তিনিও করোনায় আক্রান্ত।
শনিবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৩০৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এতে মৃত্যু হয়েছে আরও ৯ জনের। এ নিয়ে মোট ৪৯৯৮ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আর মোট মৃত্যু হয়েছে ১৪০ জনের।
এআর/এমএসএইচ