ছুটিতেও সীমিত পরিসরে খুলেছে ফায়ার সার্ভিসের সব দফতর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ২৬ এপ্রিল ২০২০

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪১৮ জন শনাক্ত হয়েছেন। করোনার এমন ব্যাপকতার মধ্যে সাধারণ ছুটি বাড়ানো হয়েছে। তবে জরুরি সেবার সব অফিস খুলেছে। খুলেছে অত্যন্ত জরুরি সেবা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের আওতাধীন বিভাগ ও জেলাপর্যায়ে দফতর সীমিত পরিসরে খােলা হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মাে. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করােনাভাইরাস মোকাবিলা এবং এর বিস্তাররােধে অধিকতর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখা কর্তৃক ২৩ এপ্রিল থেকে সাধারণ ছুটিকালীন সীমিত পরিসরে অফিস খােলা রাখার জন্য যে নির্দেশনা প্রদান করা হয়েছে, সে অনুযায়ী বিভাগ ও জেলাপর্যায়ে ফায়ার সার্ভিসের দফতর সীমিত পরিসরে খােলা রাখার নির্দেশনা প্রদান করা হয়। ফায়ার স্টেশনগুলোতে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালনের লক্ষ্যে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করে যথারীতি দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জরুরি পরিষেবা হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এ সাধারণ ছুটির আওতাভুক্ত হবে না। বিধায় কর্মদিবসে আবশ্যিকভাবে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং কোনো অবস্থাতেই কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করবেন না।

জেইউ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।