করোনা থেকে সুস্থ হওয়া সবার তথ্য দেয় না স্বাস্থ্য অধিদফতর
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, রোববার (২৬ এপ্রিল) পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৫ হাজার ৪১৬ জন। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ১৪৫ জন। সুস্থ হয়েছেন ১২২ জন। করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হওয়া সব রোগীর তথ্য দিচ্ছে না স্বাস্থ্য অধিদফতর।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১৮ জন। এনিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৪১৬ জনে। নতুন করে মৃত্যুবরণ করেছেন ৫ জন এবং এ পর্যন্ত মোট ১৪৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে সুস্থ হয়েছেন ৯ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২২ জন।
আমরা যে সুস্থতা দেখাই, যারা হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছিলেন, তাদেরটা। আমাদের বেশিরভাগ আক্রান্ত রোগী বাড়িতে থেকেই চিকিৎসা নেন এবং তারা সুস্থ হয়ে যান। সেই তথ্য আমরা দেই না। যারা হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় যান, তাদের তথ্যটাই দেই।’
পিডি/এমএফ/জেআইএম