করোনা আক্রান্তদের ৮৫ শতাংশই ঢাকা বিভাগের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৩২ পিএম, ২৬ এপ্রিল ২০২০

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে আজ (২৬ এপ্রিল) পর্যন্ত সারাদেশে মোট পাঁচ হাজার ৪১৬ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন ১৪৫ জন। হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২২ জন।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, আক্রান্ত রোগীদের মধ্যে প্রায় ৮৫ শতাংশই ঢাকা বিভাগের। ঢাকা বিভাগের মধ্যে রাজধানী ঢাকায় সর্বোচ্চ সংখ্যক দুই হাজার ৪৮৫ জন অর্থাৎ ৫২.০১ শতাংশ ঢাকার বাসিন্দা। রাজধানী ছাড়া ঢাকা বিভাগে মোট আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ৫৬৮ জন অর্থাৎ ৩২.৮২ শতাংশ।

ঢাকা বিভাগের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রোগী রয়েছে নারায়ণগঞ্জে ৬২৫ জন, গাজীপুরে ৩০৮, নরসিংদীতে ১৪২ ও কিশোরগঞ্জে ১৮৩ জন।

সূত্র জানায়, অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগে ১৮৫ জন, সিলেট বিভাগে ৭৯, রংপুর বিভাগে ৭৬, খুলনা বিভাগে ৬৫, ময়মনসিংহ বিভাগে ১৮১, বরিশাল বিভাগে ১০২ ও রাজশাহী বিভাগে ৩৭ জন করোনা রোগী পাওয়া গেছে।

রাজধানী ঢাকায় আক্রান্ত বিভিন্ন এলাকার মধ্যে সর্বোচ্চ সংখ্যক রোগী রয়েছে রাজারবাগে ৯৯ জন। এছাড়া যাত্রাবাড়ীতে ৬৭ জন, লালবাগে ৫৯, মোহাম্মদপুরে ৫৪, মুগদায় ৪১, মহাখালীতে ৩৮, মিটফোর্ডে ৩৮, মিরপুর-১৪-এ ৩৬, শাহবাগে ৩৪ ও কাকরাইলে ৩৩ জন রোগী পাওয়া গেছে।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ১৪৫ জনে। আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪১৮ জন। এতে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ৪১৬। এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন আরও নয়জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১২২ জনে।

এমইউ/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।