চট্টগ্রামে গার্মেন্টস বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ
চট্টগ্রামে পূর্বঘোষণা ছাড়াই এনেক্স ফ্যাশন নামে একটি পোশাক কারখানা বন্ধ করার প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ করছেন শ্রমিকরা। সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে নগরের দেওয়ানহাট দিঘীরপাড় এলাকায় জড়ো হয়ে কয়েকশ শ্রমিক বিক্ষোভ শুরু করেন।
শ্রমিকদের অভিযোগ, কোনো আগাম নোটিশ ছাড়াই প্রায় ২০০ শ্রমিককে ছাঁটাই করেছে এনেক্স ফ্যাশন। এখন বেতন-ভাতা পরিশোধ না করেই কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে প্রায় ৫০০ কর্মীর রোজা-ঈদ পালনসহ জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে।
ওই পোশাক কারখানার মেশিন অপারেটর সবুজ জাগো নিউজকে বলেন, গত ২৬ মার্চ কারখানা বন্ধের পর ধাপে ধাপে প্রায় ২০০ শ্রমিককে ছাঁটাই করা হয়। গত মাসের বেতন দিয়েছে কাটছাঁট করে। এখন যখন ইপিজেডসহ সব কারখানা খুলছে, তখন কোনো পূর্বঘোষণা ছাড়াই এনেক্স ফ্যাশন বন্ধের নোটিশ দিয়েছে।
তিনি বলেন, আমারা প্রায় ৫০০ কর্মচারী এই কারখানায় কাজ করি। এভাবে হঠাৎ কারখানা বন্ধ ঘোষণায় ৫০০ পরিবার অনিশ্চিয়তায় পড়েছে। আমরা বাঁচতে চাই। কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থায় পরিবেশ নিশ্চিত করে কারখানা চালু করুক। না হয় আমরা না খেয়েই মারা যাব।
জেডএ/জেআইএম