অস্ট্রেলিয়ানদের স্বদেশে ফেরাতে দ্বিতীয় ফ্লাইট ৭ মে

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৩ পিএম, ২৭ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে দ্বিতীয় দফায় বাংলাদেশ থেকে স্বদেশি নাগরিক এবং স্থায়ী বাসিন্দাদের ফিরিয়ে নিচ্ছে অস্ট্রেলিয়া। ওই অস্ট্রেলিয়ানদের নিয়ে আগামী ৭ মে ঢাকা ছেড়ে যাবে বিশেষ ফ্লাইট।

সোমবার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ঢাকায় অস্ট্রেলিয়ান হাইকমিশন। এর আগে প্রথম দফায় গত ১৬ এপ্রিল শ্রীলঙ্কান এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ২৮৫ জন নাগরিককে দেশে ফিরিয়ে নেয় অস্ট্রেলিয়া।

বিবৃতিতে জানানো হয়, অস্ট্রেলিয়ায় ফিরতে ইচ্ছুক আগ্রহীদের ২৩ এপ্রিলের মধ্যে আবেদন করার জন্য আহ্বান জানানো হয়েছিল। এ পর্যন্ত ৩০০ জন অস্ট্রেলিয়ান নাগরিক আবেদন করেছেন।

এতে বলা হয়, ফ্লাইটের টিকিটের টাকা দেয়ার বিষয়ে আবেদনকারীরা তথ্য পেয়ে যাবেন। যত তাড়াতাড়ি সম্ভব টিকিট কেটে ফেলুন। ক্রেডিট কার্ড অথবা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে টিকিট কেনা যাবে।

দ্বিতীয় ফ্লাইটটি শুধু ঢাকা থেকে মেলবোর্ন যাবে। অস্ট্রেলিয়ার নাগরিকরা দেশে ফিরলেই সেদেশের সরকারের ব্যবস্থাপনায় ১৪ দিন বাধ্যতামূলক সঙ্গরোধে থাকতে হবে।

জেপি/এইচএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।