কলকাতা-দিল্লি-মুম্বাইয়ে আটকেপড়াদের ফিরিয়ে আনবে বিমান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০১ পিএম, ২৭ এপ্রিল ২০২০

ভারতে লকডাউনের কারণে আটকেপড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী মে মাসের ১, ২ ও ৩ তারিখ ভারতের তিনটি শহরে ফ্লাইট পরিচালনা করবে বিমান।

সোমবার দুপুরে পাঠানো এক ক্ষুদেবার্তায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, ‘ভারত থেকে বাংলাদেশি নাগরিকদের ফেরত আনার লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ার লাইন্স লিমিটেড আগামী ১ মে কলকাতা থেকে ঢাকা, ২ মে দিল্লি থেকে ঢাকা ৩ মে মুম্বাই থেকে ঢাকা চাটার্ড ফ্লাইট (বিশেষ ফ্লাইট) পরিচালনা করবে।’

বিমান জানায়, ফ্লাইটের বিষয়ে বিস্তারিত তথ্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে পাওয়া যাবে।

এর আগে চেন্নাইয়ে চিকিৎসার জন্য গিয়ে আটকেপড়া আটশতাধিক বাংলাদেশিকে ফিরিয়ে আনে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

এআর/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।