ছয়টি হাসপাতালের নার্সদের পি‌পিই দি‌য়ে‌ছে ডিজাস্টার নার্সিং

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:২৬ এএম, ২৮ এপ্রিল ২০২০

করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত ছয়টি হাসপাতালের নার্সদের পি‌পিই দি‌য়ে‌ছে ডিজাস্টার নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ২৬ এপ্রিল ছয়টি হাসপাতালের নার্স প্রতিনিধিদের হাতে মাস্ক, গ্লাভস ও পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট তুলে দেয়া হয়।

মহাখালী কলেজ অব নার্সিংয়ের অধ্যক্ষ মো. মফিজ উল্লাহর আহ্বানে ২৬ এপ্রিল ডিজাস্টার নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে ছয়টি সাপাতালের নার্স প্রতিনিধিদের হাতে এসব সুরক্ষা সামগ্রী তুলে দেয়া হয়।

সভায় বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার সুরাইয়া বেগম প্রধান অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন। সভায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সেবা-তত্ত্বাবধায়ক আনোয়ারা বেগম, বক্ষব্যাধি হাসপাতালের সেবা-তত্ত্বাবধায়ক মালেকা বেগম, প্রফেসর জাসিন্তা গোমেজ, ড. আনোয়ারসহ মুগ্ধা মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় ক্যান্সার ইন্সটিটিউট ও হাসপাতাল, মহাখালী সংক্রমণ ব্যাধি হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিনিধি, অ্যাসোসিয়েশনের সদস্য ও স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে সংগঠনের আহ্বায়ক এবং এশিয়া প্যাসিপিক ইমারজেন্সি অ্যান্ড ডিজাস্টার নার্সিং নেটওয়ার্ক এর সদস্য মো. মফিজ উল্লাহ স্বাগত বক্তব্য রাখেন। আলোচনায় অংশ গ্রহণ করেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ইসমত আরা পারভীন, ড. আনোয়ার, মালেকা বানু, আনোয়ারা বেগম, তৌফিক, ছালা উদ্দীন প্রমুখ। উপস্হিত সবাই সংগঠনের সফলতা কামনা করে যেকোনো মহামারি বা দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ডিজাস্টার নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক মফিজ উল্লাহ বলেন, প্রাণঘাতী যেকোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগে আক্রান্ত বা ক্ষতিগ্রস্ত নার্স-মিডওয়াইফভস ও হতদরিদ্র দিনমজুর মানুষকে সহায়তা দান করাই সংগঠনের উদ্দেশ্য।

অনুষ্ঠানের প্রধান অতিথি ও সংগঠনের অন্যতম উপদেষ্টা ও রেজিস্ট্রার বিএনএমসি, নব গঠিত কমিটির ভূয়সী প্রশংসা করেন এবং সময়োপযোগী পদক্ষেপ বলে মন্তব্য করেন। পরে তিনি ও সংগঠনের আহ্বায়ক ঢাকার ছয়টি হাসপাতালের নার্স প্রতিনিধিদের মাঝে মাস্ক, গ্লাভস ও প্রটেকটিভ গাউন বিতরণ করেন।

এমইউ/এমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।