করোনায় মন্ত্রণালয়গুলোর ক্ষতির তথ্য চায় প্রধানমন্ত্রীর কার্যালয়
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির কারণে মন্ত্রণালয়, বিভাগ এবং অধীন সংস্থাগুলোর ক্ষতির তথ্য জানতে চেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। একই সঙ্গে, সংকট উত্তরণে ভবিষ্যত কর্মপরিকল্পনাও জানাতে বলা হয়েছে।
বুধবারের (২৯ এপ্রিল) মধ্যে এই তথ্য জানানোর নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিব/সিনিয়র সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে কোভিড-১৯-এর কারণে মন্ত্রণালয় ও সংস্থার যেসব কার্যক্রম বাধাগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত হয়েছে তার তথ্যাদি এবং সংকট উত্তরণে গৃহীত উদ্যোগসমূহ, সংকট থেকে উত্তরণে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা অর্থাৎ কী কী কার্যক্রম গ্রহণ করা উচিত, সেই তথ্য পাঠাতে বলা হয়েছে।
এছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন অগ্রগতির হার এবং বাস্তবায়ন অগ্রগতির হার ত্বরান্বিত করার জন্য কী কী কার্যক্রম গ্রহণ করা উচিত তা-ও জানাতে বলেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
এসব তথ্যাদিসহ একটি প্রতিবেদন বুধবারের মধ্যে আবশ্যিকভাবে [email protected] ই-মেইলে সফট কপিসহ পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
করোনা সংক্রমণ রোধে দেশে গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি চলছে। পরে কয়েক দফায় সেই ছুটি ৫ মে পর্যন্ত বাড়ানো হয়। গত রোববার থেকে জরুরি সেবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং অধীন সংস্থাগুলো সীমিত পরিসরে খোলা রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
আরএমএম/এসআর/এমকেএইচ