পিসিআর টেস্টিং কিট রয়েছে ১ লাখের বেশি
করোনা পরীক্ষায় দুই ধরনের কিট দরকার হয়। প্রথমে নমুনা সংগ্রহের জন্য এক ধরনের কিট, দ্বিতীয়ত করোনা শনাক্তের জন্য পিসিআর টেস্টিং কিট। দেশে করোনা শনাক্তের জন্য পিসিআর টেস্টিং কিট রয়েছে এক লাখের বেশি। আর নমুনার কিট সংগ্রহের জন্য দেশীয় প্রস্তুতকারীদের ক্রয়াদেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, ‘অনেকে নমুনা পরীক্ষার কিটের বিষয়ে প্রশ্ন করে থাকেন। আমাদের হাতে বর্তমানে এক লাখের বেশি কিট আছে। আমরা প্রতিনিয়তই ল্যাবগুলোতে কিট সরবরাহ করছি। আমাদের আরও কিট কেনার বিষয়টি প্রক্রিয়াধীন। আমরা জানি, যে কোনো দেশেই একসঙ্গে অনেক বেশি কিট বিক্রি করা হয় না। সর্বোচ্চ আমরা ৪০ হাজার পর্যন্ত কিট আনতে পারি। সব দেশেই পিসিআর কিটের সংকট আছে। কাজে কেউই একসঙ্গে অনেক বেশি কিট দিতে চায় না। আমরা সাধ্যমত কিট কেনার মধ্যে আছি।’
নাসিমা সুলতানা আরও বলেন, ‘ অনেকে নমুনা সংগ্রহের কিট ও পিসিআর টেস্টিং কিট নিয়ে কনফিউশনে (দি্বধা-দ্বন্দ্বে) পড়েন। সফিস্টিকেটের মাধ্যমে নমুনা সংগ্রহ করা এবং পিসিআর পরীক্ষার কিট – দুটোই আলাদা। পিসিআর কিটের সঙ্গেও কিছু নমুনা সংগ্রহকারী কিট আমরা পেয়েছি। আমাদের স্থানীয় প্রস্তুতকারীদেরও আমরা নমুনা সংগ্রহের কিট সরবরাহের জন্য ক্রয়াদেশ দিয়েছি।’
পিডি/এএইচ/পিআর