লঘু অপরাধের বন্দিদের মুক্তিতে মানবাধিকার কমিশনের সুপারিশ

করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ প্রতিরোধে দেশের জনাকীর্ণ কারাগার থেকে লঘু অপরাধের ও জামিনযোগ্য বন্দিদের মুক্তির বিষয়ে সুপারিশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। এছাড়া কারাবন্দি ও কারাগারের কর্মকর্তা-কর্মচারীদের সুরক্ষা নিশ্চিতে ব্যবস্থা গ্রহণের সুপারিশও করেছে সংস্থাটি।
পাশাপাশি দেশের সকল কারাগারে ও ডিটেনশন সেন্টারগুলোর জন্য জরুরি স্বাস্থ্য পরিকল্পনা ও তা বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক (প্রশাসন ও অর্থ) কাজী আরফান আশিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব সুপারিশ করা হয়েছে।
সেখানে তিনি বলেন বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশের কারাগারগুলোতে করোনাভাইরাসের বিস্তার ইতিমধ্যে লক্ষণীয় এবং ভাইরাসটির বিস্তাররোধে কারাগারগুলোতে বিশেষ সতর্কতামূলক পদক্ষেপ নেয়া হয়েছে। করোনাভাইরাসের মহামারি যাতে কারাগারে ছড়িয়ে না পড়তে পারে এ জন্য বিশ্বের অনেক দেশ বন্দিদের মুক্তি দিয়েছে। অস্ট্রিয়া, বেলজিয়াম, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ইরান, ইতালি, নেদারল্যান্ডস, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইজারল্যান্ড, মোল্দোভা, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র বন্দিদের মুক্তির প্রক্রিয়া শুরু করেছে। বেশ কিছু দেশ বন্দিদের মুক্তিও দিয়েছে। করোনাভাইরাসের সংক্রমণরোধে বাংলাদেশেও বন্দিমুক্তির বিষয়ে সরকারের সিদ্ধান্তকে কমিশন স্বাগত জানায়। কমিশন মনে করে, ওই সিদ্ধান্তের দ্রুত বাস্তবায়ন জরুরি।’
কারাগারে করোনাভাইরাসের সংক্রমণরোধে ছয় দফা পদক্ষেপ গ্রহণের সুপারিশ করছে জাতীয় মানবাধিকার কমিশন।
সুপারিশগুলো হলো-
>> লঘু অপরাধের জন্য দণ্ডিত, জামিনযোগ্য, শারীরিক ও মানসিকভাবে অক্ষম, বয়োবৃদ্ধ, সাজার মেয়াদ প্রায় শেষ পর্যায়ে এমন কারাবন্দিদের যথাযথ তালিকা প্রস্তুত করে তাদেরকে মুক্তি দেয়া।
>> বাংলাদেশের সকল কারাগার ও ডিটেনশন সেন্টারগুলোর জন্য জরুরি স্বাস্থ্য পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রণয়ন।
>> ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) সহ প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জামের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণ।
>> কারাগারের কর্মচারী এবং স্বাস্থ্যসেবা কর্মীদের সক্ষমতা বৃদ্ধিকরণ।
>> কারাগারের প্রস্তুতি, প্রতিরোধে এবং প্রতিক্রিয়া ব্যবস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনে প্রস্তুতকরণ।
>> কারাবন্দি, কারা কর্তৃপক্ষ, কারাগারের অন্যান্য কর্মী ও দর্শনার্থীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিতে সংক্রমণরোধে এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা জাতিসংঘ স্ট্যান্ডার্ড মিনিমাম রুলস ফর দ্য ট্রিটমেন্ট অব প্রিজনার্সের (the Nelson Mandela Rules) বিধি মেনে প্রণয়ন।
এদিকে, করোনার প্রভাবে বগুড়া, রাজশাহী ও দিনাজপুরসহ দেশের কয়েক জেলায় লঘু অপরাধের ও জামিনযোগ্য বন্দিদের মুক্তি দিয়েছে সরকার। এছাড়া বিভিন্ন সংস্থার সহায়তায় কারাগারে করোনার প্রতিরোধে বিভিন্ন ব্যবস্থা নেয়া হয়েছে।
জেইউ/এফআর/এমকেএইচ