চিকিৎসার পাশাপাশি পুলিশের মনোবল অটুট রাখতে উদ্যোগী সদরদফতর
বর্তমানে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসার পাশাপাশি তাদের মনোবল অটুট রাখার উদ্যোগ নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক ভিডিও বার্তায় এ কথা জানান পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা।
পুলিশ সদর দফতরের পক্ষে তিনি বলেন, হাসপাতালে পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি তাদের মনোবল যেন অটুট থাকে সেজন্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তাদের লাইন চিফরা হাসপাতাল ভিজিট করছেন। এছাড়াও অসুস্থদের পরিবারের সদস্যদের খোঁজখবর রাখতে সদর দফতর থেকে স্ব স্ব ইউনিটকে জানানো হয়েছে।
সোহেল রানা বলেন, জনগণের সুরক্ষায় বাংলাদেশ পুলিশের দুই লক্ষাধিক সদস্য মাঠে রয়েছে। দায়িত্ব পালনের সময় তারা যেন প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলে নিজেকে সুরক্ষিত রাখতে পারে সে বিষয়ে সচেতন করা হচ্ছে। সরকার থেকে স্বাস্থ্যবিধিসহ নানা নির্দেশনা পুলিশ সদস্যদের জানানো হচ্ছে। সিনিয়র অফিসাররাও বিভিন্ন ইউনিটে গিয়ে তাদের সঙ্গে এসব নিয়ে কথা বলছেন। তাদের মাস্ক এবং হ্যান্ডগ্লাভস সরবরাহ করা হয়েছে। এছাড়াও তারা যেসব অফিস ও ব্যারাকে থাকছে সেখানে পর্যাপ্ত জীবাণুনাশক ব্যবহার করেছি।
ব্যারাক বা ইউনিটে কেউ ঢুকলে তার শরীর এবং গাড়ির চাকায় জীবাণুনাশক দেয়া হচ্ছে। ব্যারাকে যে জায়গায় পুলিশ সদস্যরা থাকেন সেখানেও জীবাণুনাশক দেয়া হয়েছে। পাশাপাশি তাদের থাকার জায়গায় সামাজিক দূরত্ব নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে তিন পুলিশ কর্মকর্তা মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে রয়েছেন- কনস্টেবল জসিম, এএসআই মো. আবদুল খালেক (৩৬) এবং কনস্টেবল মো. আশেক মাহমুদ (৪৩)।
এআর/এএইচ/পিআর