করোনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ‘আমরা করব জয়’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৬ পিএম, ৩০ এপ্রিল ২০২০

মহামারি করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তহবিল সংগ্রহের জন্য ‘আমরা করব জয়’ নামে একটি প্লাটফর্ম চালু করা হয়েছে। ডাক বিভাগের ডিজিটাল লেনদেন ‘নগদ’র সঙ্গে যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক অনলাইন সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠান দু’টির পক্ষ থেকে জানানো হয়, আগামী ৩ মে থেকে ওয়েবসাইটের (AmraKorboJoy.net) মাধ্যমে অনুদান গ্রহণ শুরু হবে। ১৫ দিন বা ১৭ মে পর্যন্ত চলবে এই তহবিল সংগ্রহ। এই ওয়েবসাইটে ক্রেডিট এবং ডেবিট কার্ডের পাশাপাশি নগদসহ একাধিক এমএফএস প্লাটফর্মের মাধ্যমে অর্থ দেয়া যাবে।

অনুদান সংগ্রহ শেষে সব অর্থ নগদের লেনদেনমূলক পরিসেবার মাধ্যমে ঈদুল ফিতরের আগেই কৃষকদের মাঝে বিতরণ করা হবে।

তহবিলে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স এবং এর বিভিন্ন সহায়ক প্রতিষ্ঠান ইতোমধ্যে একদিনের বেতনের সমপরিমাণ অনুদান জমা দিয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এতে আরও বলা হয়, বর্তমানে তহবিল সংগ্রহের ওয়েবসাইটে কাজ করা ছাড়াও এই মহামারিতে আক্রান্ত কৃষকদের ডাটাবেজ সংগ্রহের জন্য যৌথভাবে কাজ করছে নগদ ও গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স।

বাংলাদেশ পোস্ট অফিসের ডিএফএস এবং নগদ এর ব্যবস্থাপনা পরিচালক তানভির এ মিশুক বলেন, নিঃসন্দেহে আমরা একটি কৃষি নির্ভর দেশ। এই বৈশ্বিক সঙ্কটের সময়ে আমাদের দেশকে বাঁচাতে আমাদের বড় কর্তব্য হলো কৃষকদের বাঁচানো। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, আমরা সময়মতো এই পরিস্থিতি কাটিয়ে উঠব।

গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) ফারজানা চৌধুরী বলেন, জীবিকা নির্বাহের জন্য দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী কৃষির ওপর নির্ভরশীল এবং এরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জনগোষ্ঠী। আমাদের ধারাবাহিক সমৃদ্ধি এবং খাদ্য সুরক্ষার জন্যই তাদের রক্ষা করতে হবে। এ জন্যই আমরা অর্থ সংগ্রহের এই প্লাটফর্ম চালু করছি। আমরা আশা করি, দেশ-বিদেশে থাকা আমাদের দেশবাসীর সহায়তায় এই সংকট কাটিয়ে উঠতে পারব এবং একইসাথে আমাদের কৃষকদের বাঁচতে সহায়তা করতে পারব।

এমএএস/এইচএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।