কোয়ারেন্টাইন ভেঙে বিয়ে, জরিমানা গুনলেন ব্যাংক কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৪:৪২ পিএম, ০১ মে ২০২০

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় কোয়ারেন্টাইন ভেঙে বিয়ে করায় ১৫ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে এক ব্যাংক কর্মকর্তাকে।

শুক্রবার (১ মে) দুপুর ২টার দিকে উপজেলার কধুরখীল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নুর আহমদ জমাদার বাড়িতে অভিযান চালিয়ে ওই ব্যাংক কর্মকর্তাকে এ জরিমানা করেন উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ব্যক্তিকে আরও ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশও দেয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট মো. মোজাম্মেল হক চৌধুরী জাগো নিউজকে বলেন, কধুরখীল ইউনিয়নের ওই ব্যক্তি ঢাকায় এক্সিম ব্যাংকে কর্মরত। তিনি গত ২৭ এপ্রিল লকডাউন ভেঙে ঢাকা থেকে বোয়ালখালীতে এলে ইউনিয়ন করোনা প্রতিরোধ কমিটির সভাপতি তাকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন। কিন্তু তিনি তা মানেননি। আজ শুক্রবার বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসেন। সরকারি নির্দেশ অমান্য ও সংক্রমণ ছড়ানোর ঝুঁকি তৈরি করায় তাকে ১৫ হাজার টাকা জরিমানা এবং হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি জানান, এ সময় আদালতকে সহযোগিতা করেন সেনাবাহিনীর ক্যাপ্টেন মুবিনের নেতৃত্বে ১৮ বীর ব্যাটালিয়নের সেনা সদস্য ও বোয়ালখালী থানার পুলিশ সদস্যরা।

আবু আজাদ/এইচএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।