করোনায় কর্মহীনদের ত্রাণ দিলেন গণপূর্তের ডিপ্লোমা প্রকৌশলীরা
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করার পর এবার কর্মহীন অসহায় মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন গণপূর্ত অধিদফতরের ডিপ্লোমা প্রকৌশলীরা।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) আওতাধীন সব সার্ভিস অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (বাপিডিপ্রকৌস) ও বঙ্গবন্ধু পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ (বপিডিপ্রপ) সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
রাজধানীর পূর্তভবন চত্বরে শনিবার কর্মহীন অসহায় মানুষের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করে সংগঠন দুটি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দীন আহমেদ রতন, বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি ও বঙ্গবন্ধু পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক মির্জা এ টি এম গোলাম মোস্তফা, বঙ্গবন্ধু পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি মো. আব্দুল কুদ্দুছ, বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলামসহ আরও অনেকেই এ সময় উপস্থিত থেকে কর্মহীন অসহায় মানুষদের হাতে খাদ্যসামগী তুলে দেন।
পরে বাপিডিপ্রকৌস ও বপিডিপ্রপ বর্তমান ও অতীতের ন্যায় ভবিষ্যতেও জাতীয় যেকোনো দুর্যোগ মুহূর্তে এই ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ জানান, মাতৃভূমি ও দেশবাসীর যেকোনো ক্রান্তিলগ্নে শুধুমাত্র খাদ্য সহায়তা নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত সব ধরনের কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখতে বাপিডিপ্রকৌস ও বপিডিপ্রপের নেতৃবৃন্দ সর্বদা প্রস্তুত আছে।
পরে করোনা সংক্রমণের এই দুর্যোগময় পরিস্থিতি থেকে বাংলাদেশকে হেফাজতের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
এইচএস/এমএসএইচ