সাংবাদিক খোকনের স্ত্রী আইসিইউতে
করোনা সংক্রমণে মৃত্যুবরণকারী সাংবাদিক হুমায়ুন কবীর খোকনের স্ত্রী শারমিন সুলতানা রীনা করোনা আক্রান্ত হয়ে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন।
খোকন মারা যাওয়ার পর গত ১ মে তার ও তার ছেলের শরীরে করোনা শনাক্ত হয়। এতদিন তারা বাসায়ই চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু গতকাল রাতে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেয়া হয়।
জানা গেছে, তার ছেলে এখনও বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। হুমায়ুন কবীরের মৃত্যুর পর হোম কোয়ারেন্টাইনে ছিলেন তারা।
গত মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন দৈনিক সময়ের আলোর সিটি এডিটর ও চিফ রিপোর্টার হুমায়ুন কবীর খোকন।
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে ১৮২ জনের মৃত্যু হলো। একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৬৮৮ জন। এতে দেশে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ১৪৩ জনে।
সোমবার (৪ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এইচএস/এসআর/পিআর