রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সদস্যদের পুষ্টিকর খাবার দিচ্ছে ডিএমপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ০৫ মে ২০২০

যেসব সদস্য করোনাভাইরাসে আক্রান্ত এবং আইসোলেশন ও কোয়ারেন্টাইনে আছেন তাদের রুটিন খাবারের বাইরে নিয়মিত ডিম, দুধ, কলা ও অন্যান্য পুষ্টিকর খাবার সরবরাহ করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার ডিএমপির কোয়াটার মাস্টারের দায়িত্বে থাকা সহকারী পুলিশ কমিশনার মো. হাফিজুর রহমান বলেন, যারা নিয়মিত দায়িত্ব পালন করছেন তাদের নিয়মিত খাবারের পাশাপাশি লেবু, মৌসুমি ফল আনারস ও মাল্টা সরবরাহ করা হচ্ছে। তাদের মেসগুলোতে ২৪ ঘণ্টা গরম পানির ব্যবস্থা রয়েছে। ফোর্সের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য সব পুলিশ সদস্যের মাঝে ভিটামিন ‘সি’ ও জিংক ট্যাবলেট বিতরণ করা হয়েছে।

DMP

তিনি বলেন, ফোর্সের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ডিএমপির প্রত্যেক সদস্যকে তাদের নিজ নামে প্লেট ও গ্লাস ইস্যু করা হয়েছে। করোনা সংক্রমণ রোধে ফোর্সের মেসগুলোতে প্রতিদিন কমপক্ষে তিন বার জীবণুনাশক ছিটিয়ে পরিষ্কার করা হচ্ছে।

ডাইনিংয়ে প্রবেশের ক্ষেত্রে সব সদস্যের জুতা খুলে প্রবেশ নিশ্চিত করা হয়েছে। সেই সঙ্গে খাবার গ্রহণের ক্ষেত্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করে খাবার সরবরাহ করা হচ্ছে বলে জানান সহকারী পুলিশ কমিশনার মো. হাফিজুর রহমান।

জেইউ/এমএসএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।