থানার গেটে জীবাণুনাশক টানেল স্থাপন করছে ডিএমপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ০৬ মে ২০২০

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রতিটি থানার গেটে জীবাণুনাশক টানেল স্থাপন করে কর্মরত পুলিশ সদস্য ও থানায় আসা সেবাপ্রার্থীদের সংক্রমণ থেকে রক্ষার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। এরই অংশ হিসেবে কাফরুল থানাসহ বিভিন্ন থানায় ইতোমধ্যে জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণ রোধে জীবাণুনাশক টানেল স্থাপনের ফলে থানায় কর্মরত পুলিশ সদস্যরা স্বস্তির সাথে কাজ করতে পারছেন।

সংশ্লিষ্টরা বলছেন, সারাদেশের করোনা সংক্রমিত রোগীর প্রায় ১০ শতাংশই পুলিশের সদস্য। করোনা সংক্রমণের শুরু থেকে প্রথম সারির যোদ্ধা হিসেবে পুলিশ সরাসরি মাঠে থেকে জনকল্যাণে বহুমুখী কাজ করে চলেছে।

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭ পুলিশ কর্মকর্তা করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৯০ জনে। করোনাযুদ্ধে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ছয় পুলিশ সদস্য।

ঢাকাসহ সারাদেশের পুলিশ ইউনিটের তথ্য অনুযায়ী, সর্বশেষ বুধবার (৬ মে) পর্যন্ত পুলিশে ১১৯০ জন সদস্য প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল এই সংখ্যা ছিল ১১৫৩। এর মধ্যেই শুধু ঢাকা মহানগর পুলিশেই (ডিএমপি) আক্রান্ত ৫৭৬ জন পুলিশ কর্মকর্তা। আক্রান্তদের মধ্যে মাঠ পর্যায়ের সদস্যই বেশি।

ডিএমপি জানায়, করোনায় মাঠ পর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দুজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।

সারাদেশের পুলিশের বিভিন্ন ইউনিটের তথ্য-উপাত্ত যোগ করে দেখা গেছে, পুলিশে করোনা আক্রান্ত সন্দেহে আরও ১০৮৯ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসায় ১২৬০ জন কর্মকর্তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ পর্যন্ত ৮৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

জেইউ/এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।