করোনায় দেশে প্রথম কনভালসেন্ট প্লাজমা থেরাপি এভারকেয়ারে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:১৯ পিএম, ০৬ মে ২০২০

দেশে প্রথমবারের মতো কোভিড-১৯ রোগীর চিকিৎসায় কনভালসেন্ট প্লাজমা থেরাপি প্রয়োগ করেছে বলে এক বিজ্ঞপ্তিতে ঢাকার এভারকেয়ার হাসপাতাল জানিয়েছে।

বুধবার (৬ মে) হাসপাতালের হেমাটোলজি অ্যান্ড স্টেমসেল ট্রান্সপ্লান্ট বিভাগের কো-অর্ডিনেটর ও সিনিয়র কনসালটেন্ট ডা. আবু জাফর মোহাম্মদ সালেহর বরাত দিয়ে এ বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ বলেন, প্লাজমা থেরাপি একটি আশা জাগানো রিসার্চ ট্রিটমেন্ট, যা সাম্প্রতিক সময়ে উন্নত বিশ্বের অনেক দেশে সফলভাবে চালু হয়েছে। কোভিড-১৯ আক্রান্ত সিরিয়াস রোগীদের আইসিইউতে নেয়া হচ্ছে এবং ভেন্টিলেটরসহ আরও অনেক সাপোর্ট সিস্টেমের প্রয়োজন হচ্ছে। নিয়মিত অন্যান্য চিকিৎসার পাশাপাশি কোভিড-১৯ এর সাথে লড়াইয়ের জন্য বিশ্বজুড়ে চলছে হাজারো গবেষণা; যার মধ্যে অন্যতম কার্যকরী একটি ট্রিটমেন্ট হচ্ছে প্লাজমা কনভালসেন্ট থেরাপি।

তিনি আরও বলেন, কোভিড আক্রান্ত রোগীদের ৯৭-৯৮% সুস্থ হয়ে যায় কারণ তাদের শরীরে ভাইরাস প্রতিরোধক অ্যান্টিবডি তৈরি হয়ে যায় যা রক্তের প্লাজমায় থাকে। কোভিড সুস্থ রোগীর দেহ থেকে প্লাজমা সংগ্রহ করে গুরুতর আক্রান্ত অন্য রোগীর দেহে সঞ্চালনের মাধ্যমে তাদের বহুলাংশকেই সারিয়ে তোলা সম্ভব।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এভারকেয়ার হাসপাতাল সর্বদা তার রোগীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ; আর বিশ্বব্যাপী এই সংকটকালে মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এটি একটি যুগান্তকারী ও অনুকরণীয় উদ্যোগ বলে দাবি করা হয়।

এমইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।