অকারণে রাস্তায় ঘোরাঘুরি করায় ৪৮ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫১ পিএম, ০৬ মে ২০২০

করোনাভাইরাস সংক্রমণরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে অকারণে ঘোরাফেরা নিয়ন্ত্রণ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীজুড়ে অভিযান পরিচালনা করে ৫৬ মামলায় ৪৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, অভিযানে রমনা বিভাগে একজনকে ২০০ টাকা, আটজন মোটরসাইকেল চালককে তিন হাজার ৮০০ টাকা ও পাঁচ দোকানিকে আড়াই হাজার টাকা, মতিঝিল বিভাগে ১২ দোকানিকে ১৫ হাজার ৭০০ টাকা, ওয়ারী বিভাগে ১২ জনকে তিন হাজার ১০০ টাকা, তেজগাঁও বিভাগে সাত দোকানিকে সাড়ে আট হাজার টাকা এবং মিরপুর বিভাগে ১১ দোকানিকে সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

সর্বমোট ৫৬টি মামলায় আটটি মোটরযানসহ ১৩ জন ও ৩৫টি দোকানে ৩৯ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।

করোনার সংক্রমণ এড়াতে ঢাকাবাসীকে অকারণে ঘরের বাইরে না যাওয়ার অনুরোধ করেছে ডিএমপি।

এআর/এমএফ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।