করোনা ডেডিকেটেড হাসপাতালে ৫০৫৪ নার্সের পদায়ন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:২৯ পিএম, ০৭ মে ২০২০

দেশের বিভিন্ন করোনা ডেডিকেটেড হাসপাতালে পদায়নের জন্য সাময়িকভাবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নি‌য়োগপ্রাপ্ত পাঁচ হাজার ৫৪ জন সিনিয়র নার্স।

নিয়োগপ্রাপ্তদের ১৩ মে’র ম‌ধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেয়া হয়েছে।

এর আগে গত ২৫ এপ্রিল করোনা মোকাবিলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন বরাবর ২ হাজার চিকিৎসক ও ৬ হাজার নার্স নিয়োগের জন্য চিঠি দেয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি) থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে সুপারিশকৃত নার্সের তালিকা থেকে এই পাঁচ হাজার ৫৪ জন নার্সকে সাময়িকভাবে পদায়ন করা হলো।

ইতিমধ্যে করোনা চিকিৎসায় নিয়োগ পেয়েছেন ২ হাজার চিকিৎসক। প্রথমে ৩৯তম বিসিএসে অপেক্ষমাণ তালিকার চিকিৎসকদের নন-ক্যাডার হিসেবে নিয়োগ করার কথা থাকলেও এই ২ হাজার চিকিৎসককে ক্যাডার হিসেবেই নিয়োগ পেলেন। আগামী ১২ মে’র মধ্যে এসব চিকিৎসকের পদায়ন সম্পন্ন হবে।

এমইউ/এফআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।