কোন বিভাগে কতজন সুস্থ হলেন
দেশে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ১৯১ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১০১ জনে।
শুক্রবার (৮ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা রোগীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ৪৭ জন রাজশাহী বিভাগের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থতার ছাড়পত্র পান। চট্টগ্রাম বিভাগের ২৩ জন, ঢাকা বিভাগের ২২ জন, রাজধানীর বিভিন্ন হাসপাতালে মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতাল ১৫ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ১৫ জন, রিজেন্ট হাসপাতাল থেকে ২ জন, সাজেদা ফাউন্ডেশন হাসপাতাল নারায়ণগঞ্জ ৮ জন, রাজারবাগ পুলিশ হাসপাতাল থেকে ১৮ জন সুস্থতার ছাড়পত্র পান। এছাড়া খুলনা বিভাগ থেকে ১০ জন এবং শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল থেকে ১৪ জন ছাড়পত্র পান।
গত ৮ মার্চ দেশে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস। এ পর্যন্ত ভাইরাসটিতে ১৩ হাজার ১৩৪ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২০৬ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭০৯ জন আর মারা গেছেন সাতজন।
এমইউ/এসআর/পিআর