করোনাকালে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ‘হাসিমুখ’
করোনাদুর্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হাসিমুখ সমাজকল্যাণ সংস্থা’। সংস্থাটির পক্ষ থেকে খাদ্য সংকটে থাকা দুই শতাধিক শিশু ও তাদের পরিবারকে নিয়মিত সহায়তা দেয়া হচ্ছে। আগামী দুই মাস এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
করোনা পরিস্থিতিতে সংকটে পড়েছে পথশিশুসহ সুবিধাবঞ্চিত শিশুরা। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ‘হাসিমুখ’ এ পর্যন্ত তিন দফায় খাদ্যপণ্য বিতরণ করেছে। রাজধানীর পরীবাগ, বাংলামোটর, হাতিরপুল ও কাঁঠালবাগানে বসবাসরত সুবিধাবঞ্চিত শিশুদের পরিবারকে এই সহায়তা দেয়া হয়।
প্রতিটি পরিবারকে প্রথম দফায় গত ২৮ মার্চ দুই কেজি চাল, তিন প্যাকেট বিস্কুট ও ভিটামিন-সি সমৃদ্ধ পানীয় তুলে দেয়া হয়। গত ৫ এপ্রিল দ্বিতীয় দফায় পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক কেজি লবণ, একটি সাবান ও ৫০০ মি.লি. সয়াবিন তেল দেয়া হয়। গত ২৫ এপ্রিল তৃতীয় দফায় প্রতিটি পরিবারকে একই পরিমাণ নিত্যপণ্য সরবরাহ করা হয়।
করোনাভাইরাস সংক্রমণ বন্ধ না হওয়া পর্যন্ত এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ‘হাসিমুখ’র সহ-প্রতিষ্ঠাতা নুসরাত একা।
তিনি বলেন, ধানমন্ডির মেহেরুন্নেসা গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। নতুন করে আরও দুই মাসের কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এই দুই মাসে সংস্থায় তালিকাভুক্ত প্রতিটি শিশুর পরিবারকে ১৫ দিন পর পর শুকনো খাবার দেয়া হবে।
তিনি আরও বলেন, করোনাভাইরাস যত দ্রুত গতিতে ছড়াচ্ছে, তার থেকেও দ্রুত গতিতে যদি আমাদের সহমর্মিতা, সহযোগিতা ও সচেতনতা ছড়াতে হবে। তবেই অদৃশ্য শক্রকে প্রতিহত করা সম্ভব হবে। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। সহযোগিতা ছাড়া করোনা পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া মানুষের দুর্দশা দূর করা সম্ভব নয়।
এইচএস/বিএ/এমকেএইচ