চিঠি দেয়ার পরও গণস্বাস্থ্যের কিট নিতে আসছে না সিডিসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৬ এএম, ১০ মে ২০২০

গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিটের সক্ষমতা পরীক্ষা করতে চেয়ে তাদেরকে চিঠি দেয় যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। পরীক্ষার জন্য ৯০০ নমুনা কিট চায় সিডিসি। সেই ৯০০ কিট প্রস্তুতের পর সেগুলো নিতে গত ৫ মে সিডিসিকে চিঠি দেয় গণস্বাস্থ্য কেন্দ্র।

তবে রোববার (১০ মে) পর্যন্ত পাঁচ দিন অতিবাহিত হতে থাকলেও এখন পর্যন্ত সেই কিট নিতে আসেনি সিডিসি।

এ বিষয়ে রোববার সকালে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী জাগো নিউজকে বলেন, ‘সিডিসি এখনও আমাদের কাছ থেকে নমুনা কিট নেয়নি।’

গত ২৮ এপ্রিল কিটের সক্ষমতা যাচাই করতে চেয়ে গণস্বাস্থ্য কেন্দ্রকে চিঠি দেয় সিডিসি।

অন্যদিকে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত এই কিটের সক্ষমতা পরীক্ষার কথা রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)। সরকারের সেই সিদ্ধান্তের আজ প্রায় ৯ দিন পার হলেও এখন পর্যন্ত গণস্বাস্থ্য কেন্দ্রের কাছে নমুনা কিট চায়নি বিএসএমএমইউ। তবে রোববার নমুনা কিট নেয়াসহ নানা বিষয়ে আলোচনা করতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিনিধি দল বিএসএমএমইউতে গেছেন বলে জানা গেছে।

পিডি/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।