চট্টগ্রামে ২৫০ পরিবহন শ্রমিককে খাদ্যসামগ্রী দিল নিসচা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১০:০৩ পিএম, ১০ মে ২০২০

নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় কর্মহীন পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। প্রথম পর্যায়ে ২৫০ জন শ্রমিককে নিসচার পক্ষ থেকে খাদ্যসামগ্রী দেয়া হয়।

প্রত্যেক শ্রমিককে ১০ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, দুই কেজি পেঁয়াজ, এক কেজি লবণ ও এক কেজি আটা দেয়া হয়।

রোববার (১০ মে) নগরীর মোমিন রোডে প্রিয়া কমিউনিটি সেন্টারে পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি এসএম আবু তৈয়বের সভাপতিত্বে এ সাধারণ সম্পাদক শফিক আহমেদ সজীব ও সাংগঠনিক সম্পাদক মো. এনামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- সিনিয়র সহ-সভাপতি ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সহ-সভাপতি ও ডায়মন্ড সিমেন্টের পরিচালক লায়ন মোহাম্মদ হাকিম আলী, সহ-সভাপতি ও চট্টগ্রাম ডেকোরেশন মালিক সমিতির সভাপতি হাজী মো. শাহাবুদ্দিন, নির্বাহী সদস্য টিংকু বড়ুয়া, সনত তালুকদার, মো. আনোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, আমরা প্রত্যেকের অবস্থান থেকে যদি নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন হই তবে সড়ক দুর্ঘটনা অনেকাংশে রোধ হবে। সচেতনতার আলোতে সবাই যেন আলোকিত হই, সচেতনতার বাণী যেন সবাই মেনে চলি।

বক্তারা আরও বলেন, করোনার প্রভাবে প্রচুর পরিবহন শ্রমিক বেকার। তাদের কাজ নেই। ঘরে নেই খাবার। এ ধরনের অভাবী ও অনাহারি মানুষের ঘরে খাবার পৌঁছে দেয়াটাই এখন মানবিক দায়িত্ব বলে মনে করি আমরা।

আবু আজাদ/বিএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।