প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পূর্বাচল ক্লাবের ৫০ লাখ টাকা অনুদান

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:৩৪ পিএম, ১০ মে ২০২০

রাজধানীর পূর্বাচল ক্লাব লিমিটেডের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৫০ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে।

পূর্বাচল ক্লাবের সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পক্ষে চেক হস্তান্তর করেন ক্লাবের সাধারণ সম্পাদক, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নীলা এবং ক্লাবের সদস্য মাজাহারুল হক শহীদ।

রোববার সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদান গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর পক্ষে অনুদানের চেক গ্রহণ করেন মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস। করোনা পরিস্থিতিতে সহায়তার জন্য অনুদান দেয় পূর্বাচল ক্লাবসহ ৫৭টি প্রতিষ্ঠান।

এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।