নির্মাণ শ্রমিকদের প্রণোদনা দিতে ইনসাবের আহ্বান

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৩০ পিএম, ১১ মে ২০২০

নির্মাণ শ্রমিকদের প্রণোদনা দিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব)।

সোমবার (১১ মে) ইনসাব সভাপতি মো. রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক এক বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে তারা প্রধানমন্ত্রীর প্রণোদনার ঘোষণাকে অভিনন্দন এবং দেশের প্রায় ৩৫ লাখ নির্মাণ শ্রমিক করোনার কারণে কর্মহীন হয়ে পড়ায় তাদেরকেও এ প্রণোদনায় অন্তর্ভুক্ত করতে প্রধানমন্ত্রীর আশু হস্তপেক্ষ কামনা করেন।

তারা বলেন, করোনার প্রভাবে সারাবিশ্বের মতো বাংলাদেশেও কর্মহীন হয়ে পড়েছে পেশাজীবী মানুষ। শ্রমিক কর্মচারীরাও পরিবার-পরিজন নিয়ে অনাহারে-অর্ধাহারে জীবনযাপন করছে। নির্মাণ শিল্পে লাখ লাখ হতদরিদ্র নির্মাণ শ্রমিক কর্মহীন হয়ে অমানবিক জীবনযাপন করছে। প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যা শেখ হাসিনা বিভিন্ন শ্রেণি পেশার মানুষের জন্য দফায় দফায় প্রণোদনা ঘোষণা করেছেন। এ প্রণোদনা দেশের নাগরিক হিসেবে নির্মাণ শ্রমিকরাও পাওয়ার দাবি রাখে। তাই নির্মাণ শ্রমিকদের প্রণোদনা দিতে সরকারের প্রতি বিশেষ অনুরোধ জানান তারা।

এফএইচএস/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।