করোনার উপসর্গ নিয়ে নর্দার্ন মেডিকেল কলেজ অধ্যক্ষের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ১১ মে ২০২০

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নর্দার্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আনিসুর রহমান মারা গেছেন।

সোমবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢামেকের করোনা ইউনিটে তার মৃত্যু হয়। বিকেলে তার মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ।

তিনি জানান, ডা. আনিসুর রহমান নর্দার্ন মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলেন। তিনি করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ঢামেকের করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ডা. আনিসুর রহমানের মৃত্যুর আগে ঢামেক সূত্র জানায়, হাসপাতালটির করোনা ইউনিটে করোনায় আক্রান্ত ও করোনা সন্দেহে ভর্তি রোগীদের মধ্যে গত ৯ দিনে ৯৮ জন মারা গেছেন। তাদের মধ্যে ১০ জন করোনা পজিটিভ ছিলেন।

স্বাস্থ্য অধিদফতরের সোমবারের (১১ মে) বুলেটিন অনুসারে, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৬৯১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায়ই আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৪ জন, যা দেশে করোনা হানা দেয়ার পর সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এখন পর্যন্ত মারা গেছেন ২৩৯ জন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায়ই মারা গেছেন ১১ জন।

এইচএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।