করোনায় আক্রান্তদের প্রতি মানবিক হওয়ার আহ্বান স্বাস্থ্য অধিদফতরের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ১৩ মে ২০২০

করোনায় আক্রান্তদের প্রতি মানবিক আচরণ করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বুধবার (১৩ মে) দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে মানবিক আচরণ করার এ আহ্বান জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বর্তমানে মহাপরিচালকের দায়িত্বে থাকা নাসিমা সুলতানা বলেন, ‘আমরা প্রত্যেকেই যেন মানবিক হই। আক্রান্ত ব্যক্তির প্রতি আমরা যেন কোনো অসৎ আচরণ না করি। তার প্রতি যেন কোনো কঠোর আচরণও না করি।’

তিনি আরও বলেন, ‘আমরা গণমাধ্যমে দেখেছি, একজন মৃত্যুবরণ করেছে, তাকে রাস্তায় নামিয়ে দেয়া হয়েছে তার মাসহ। এ ধরনের অমানবিক আচরণ যেন না করি। সবার প্রতি যেন আমরা সহমর্মিতা বজায় রাখি। কারণ আমরা সবাই মিলেই বাংলাদেশ। একা আমি ভালো থাকতে পারি না। আমি আজকে সুস্থ আছি, অসুস্থ হয়ে যাব না-এর কোনো নিশ্চয়তা নাই।’

সম্প্রতি ঢাকা থেকে বাড়ি যাওয়ার পথে বাসেই মৃত্যুবরণ করেন নওগাঁ জেলার ধামুরইরহাট উপজেলার মিজানুর রহমান নামের এক ব্যক্তি। তিনি করোনায় মৃত্যুবরণ করেছেন-এই সন্দেহে জয়পুরহাট-বগুড়া মহাসড়কে বাস থেকে যাত্রীদের চাপে লাশসহ তার মাকে নামিয়ে দেন চালক।

পিডি/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।