করোনায় ক্ষয়ক্ষতি থেকে উত্তরণে কর্মপরিকল্পনা হচ্ছে : প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৫ পিএম, ১৩ মে ২০২০

করোনায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে উত্তরণে কর্মপরিকল্পনা করছে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ বলে জানিয়েছে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

করোনার প্রাদুর্ভাবে ক্ষয়ক্ষতি থেকে উত্তরণে করণীয় নির্ধারণ এবং কর্মপরিকল্পনা প্রণয়নে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জরুরি সভায় বুধবার (১৯ মে) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এ কথা বলেন।

সভায় করোনার কারণে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দফতর/সংস্থার কী পরিমাণ ক্ষতি হয়েছে, এ ক্ষতি কীভাবে কাটিয়ে ওঠা যায়, দারিদ্র্য বিমোচনে আগামীতে কীভাবে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে অবদান রাখা যায়, এ সব বিষয়ে দফতর সংস্থার প্রধানরা মতামত প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, করোনায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে উত্তরণে কর্মপরিকল্পনা প্রণয়নে কাজ করছে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। দারিদ্র্য বিমোচনে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ সরাসরি অবদান রাখছে। এ দুর্যোগে আমাদের আরও সক্রিয় হতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে আমরা সর্বাত্বকভাবে কাজ করে যাচ্ছি। সকলের সম্মিলিত প্রচেষ্ঠা ছাড়া এ দুর্যোগ মোকাবিলা সম্ভব নয়।

তিনি আরও বলেন, বর্তমানে দেশে প্রাণঘাতী করোনায় সরকার ঘোষিত মাঠ পর্যায়ে সামাজিক দূরত্ব বজায় রাখার অংশ হিসাবে গণপরিবহন, অন্যান্য যানবাহন চলাচল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ইতিমধ্যে কিছু কিছু এলাকা লকডাউন হয়েছে এবং পর্যায়ক্রমে দেশের আরও কিছু এলাকা লকডাউনের আওতায় আসতে পারে।

এছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ও ওষুধ ব্যতীত অন্যান্য মালামাল বিপণন বন্ধ রয়েছে। এ অবস্থার প্রেক্ষিতে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সদস্যরা ঋণ নিয়ে বিভিন্ন কাজে বিনিয়োগ করলেও বর্তমানে পণ্য উৎপাদনে নিয়োজিত সদস্যরা কাঁচামাল সরবরাহ ও উৎপাদিত পণ্য বিপণন করতে না পারায় সুফল পাচ্ছে না। ফলে, উপকারভোগী সদস্যদের একদিকে যেমন পূর্বের ঋণ পরিশোধের সক্ষমতা নেই, অন্যদিকে পিডিবিএফ এর অপর্যাপ্ত ঋণ তহবিলের কারণে নতুন করে এ সব উপকারভোগীদের পুনরায় ঋণ প্রদান করা সম্ভব হবে না। এ বিভাগের আওতায় প্রায় দেড় কোটি মানুষের দারিদ্র্য বিমোচনে সরাসরিভাবে জড়িত।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. রেজাউল আহসান বলেন, পল্লী দারিদ্র বিমোচনে শুরু থেকেই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই বিভাগ, আমরা যেন থেমে না থাকি, সকলকে ঋণ কার্যক্রমে সম্পৃক্ত হতে হবে, কোথাও কোনো যদি অসুবিধা হয় সঙ্গে সঙ্গে দফতর সংস্থার মাধ্যমে আমাকে জানাতে পারবেন। কোথায় অসুবিধা হলো তা দূর করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ও সকলের প্রচেষ্ঠায় এ যুদ্ধে আমাদের অবশ্যই জয়ী হতে হবে।

সভায় আরও মতবিনিময় করেন মিল্ক ভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব মো. আফজাল হোসেন, পিডিবিএফ এর ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম, এসএফডিএফ এর ব্যবস্থাপনা পরিচালক মো. এইচএম আব্দুল্লাহসহ অন্য কর্মকর্তারা।

এমইউএইচ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।