দেশে করোনা শনাক্ত বিবেচনায় ১৯ শতাংশ সুস্থ, মৃত্যু দেড় শতাংশ
দেশে করোনা শনাক্ত বিবেচনায় সুস্থ হওয়ার হার ১৯ দশমিক ২১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
সোমবার (১৮ মে) দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নতুন পরীক্ষা করা হয়েছে আগের দিনের নমুনাসহ ৯ হাজার ৭৮৮টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক লাখ ৮৫ হাজার ১৯৬টি। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে এক হাজার ৬০২টি। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ২৩ হাজার ৮৭০টি। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২১ জন। এ পর্যন্ত মোট মারা গেছেন ৩৪৯ জন।’
অপরদিকে ‘গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১২ জন। এ পর্যন্ত মোট চার হাজার ৫৮৫ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থ হওয়ার হার ১৯ দশমিক ২১ ভাগ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ ভাগ।’
তিনি বলেন, ’মৃত ২১ জনের মধ্যে ১৭ জন পুরুষ, চারজন নারী। মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে ১২, চট্টগ্রাম বিভাগে সাত, সিলেট বিভাগে এক ও রাজশাহী বিভাগ একজন রয়েছেন। এর মধ্যে হাসপাতালে ব্রট ডেড দুজন, হাসপাতালে মারা গেছেন ১৫ জন, বাসায় মারা গেছেন চারজন।’
পিডি/এএইচ/পিআর