চিকিৎসক-নার্সদের ফ্রি টিকিট দেবে নভোএয়ার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৩ পিএম, ১৮ মে ২০২০

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের বিনামূল্যে আকাশপথের টিকিট দেয়ার ঘোষণা দিয়েছে বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার।

ফলে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত ডাক্তার, নার্স ও এর সঙ্গে জড়িতরা দেশের বিভিন্ন প্রান্তে দ্রুত যাতায়াত করতে পারবেন।

সোমবার (১৮ মে) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানায় নভোএয়ার কর্তৃপক্ষ।

নভোএয়ারের পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্লাইট চালু হওয়া সাপেক্ষে আগামী ১ জুন থেকে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এক কোটি টাকা মূল্যের ৩ হাজারেরও বেশি টিকিট বিনামূল্যে প্রদান করবে নভোএয়ার। এই সুবিধা পেতে নভোএয়ার ওয়েবসাইটে সংযুক্ত আবেদনপত্রের মাধ্যমে আবেদন করতে হবে।

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, ‘করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যকর্মীরা নিজেদের জীবন বাজি রেখে সামনে থেকে যেভাবে নিরলসভাবে সেবা দিচ্ছেন, তাদের জানাই গভীর শ্রদ্ধা। সারাদেশে চিকিৎসা সেবার কাজকে আরও বেগবান করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।’

টিকিটের বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য ১৩৬০৩ নম্বরে অথবা নভোএয়ারের ওয়েবসাইটে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে এয়ারলাইন্স সংস্থাটি।

এআর/এফআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।