নরসিংদীতে দুস্থদের জন্য ‘সম্প্রীতির বাজার’ চালু সেনাবাহিনীর

দেশে করােনাভাইরাসের সংক্রমণে চলমান লকডাউন পরিস্থিতিতে আজ মঙ্গলবার (১৮ মে) নরসিংদীর রায়পুরা উপজেলার রায়পুরা কলেজ মাঠে ‘সম্প্রীতির বাজার’ চালু করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশন। অসহায়, দুস্থ এবং নিম্ন আয়ের মানুষদের সহায়তার জন্য এ বাজার চালু করা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সম্প্রীতির বাজারের মাধ্যমে বায়পুরা এবং বেলাবাে উপজেলার এক হাজার অসহায়, দুস্থ এবং নিম্ন আয়ের পরিবারকে সাহায্য দেয়া হয়। এ বাজারে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় সামাজিক দূরত্ব বজায় রেখে উল্লিখিত পরিবারগুলোর মধ্যে বিনামূল্যে মাস্ক, চাল, শুদ্ধ খাদ্য সামগ্রী (ডাল, আটা, লবণ ও নুডলস), বিভিন্ন সবজি এবং কৃষি বীজ বিনামূল্যে বিতরণ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর সরাসরি পৃষ্ঠপােষকতায় আয়ােজিত এই কর্মসূচির মাধ্যমে দুস্থদের খাদ্য সহায়তার পাশাপাশি চাষিদের কাছ থেকে বিপুল পরিমাণ সবজি ন্যায্যমূল্যে কেনাও হয়।
এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মােহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এছাড়া নরসিংদীর পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ‘0p Covid Shield’র আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশন বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে গত ২৪ মার্চ থেকে নিজ দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে । সেনাসদস্যরা দায়িত্বপূর্ণ এলাকার ৮টি পূর্ণাঙ্গ জেলা ও ঢাকা জেলার ৫টি উপজেলায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছেন। পাশাপাশি বেসামরিক প্রশাসনের সদস্যদের নিয়ে বিভিন্ন অঞ্চলে সাধারণ জনগণের মাঝে সচেতনতামূলক কার্যক্রম, বিনামূল্যে চিকিৎসা সেবা, মাস্ক বিতরণ এবং গরিব ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন।
এইচএস/এইচএ/এমএস