১৯ জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল
ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবিলায় গৃহীত ব্যবস্থার অংশ হিসেবে দেশের চারটি বিভাগের ১৯ জেলার দুর্গত এলাকার সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করেছে স্বাস্থ্য অধিদফতর। ঘূর্ণিঝড় আঘাত হানলে দুর্গত এলাকার মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করার লক্ষ্যে ১ হাজার ৭৫৭টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।
এসব মেডিকেল টিমে মেডিকেল অফিসার/সহকারী সার্জন, সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, স্বাস্থ্য সহকারী, সিএইচসিপি ও অন্যান্য কর্মচারীদের সমন্বয়ে গঠিত হয়েছে।
১৯ মে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডাক্তার আয়েশা আক্তার এ তথ্য জানান।
জানা গেছে, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের যে ১৯টি জেলা ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছে। জেলাগুলো হলো ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ শরীয়তপুর চট্টগ্রাম কক্সবাজার নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চাঁদপুর পুণ্যার্থীরা বাগেরহাট বরিশাল পটুয়াখালী বরগুনা ভোলা পিরোজপুর ও ঝালকাঠি।
ডাক্তার আয়েশা আক্তার জানান, কেন্দ্রীয় ওষুধাগার সিএমএসডি পর্যাপ্ত পরিমাণ ওষুধ মজুদ নিশ্চিত করা হয়েছে। এছাড়া স্বাস্থ্য অধিদফতরে কন্ট্রোল রুমের সাথে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং উপজেলার কন্ট্রোল রুমের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে।
এমইউ/এমআরএম