চট্টগ্রামে মুক্তিযোদ্ধাসহ আরও ৩ জনের প্রাণ নিল করোনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৪:০৪ পিএম, ২০ মে ২০২০
ফাইল ছবি

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও ফিল্ড হাসপাতালে করোনাভাইরাসে (কোভিড-১৯) এক মুক্তিযোদ্ধাসহ তিনজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) রাতে তাদের মৃত্যু হয়। এছাড়া করোনার উপসর্গ নিয়ে বুধবার কামাল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

করোনায় মৃত মুক্তিযোদ্ধার নাম রফিকুল আলম। তিনি মুক্তিযোদ্ধা সংসদ কোতোয়ালী থানা শাখার ডেপুটি কমান্ডার ছিলেন। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে চট্টগ্রাম শহর কেন্দ্রিক বেশ কয়েকটি গেরিলা অপারেশনে নেতৃত্ব দেন তিনি।

রফিকুল আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. বিদুৎ বড়ুয়া বলেন, রাত তিনটার দিকে হাসপাতাল থেকে বাসায় নেয়ার পর মুক্তিযোদ্ধা রফিকুল আলমের মৃত্যু হয়। গতকাল রাতে তিনি কিছুটা অস্বাভাবিক আচরণ করছিলেন, কিন্তু অবস্থা ভালো ছিল। বারবার ভেন্টিলেটরে অক্সিজেন দেয়া হলেও তিনি অক্সিজেনের সরবরাহ লাইনটি খুলে ফেলছিলেন। পরে তার পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে যান।

তিনি আরও বলেন, আজ দুপুর ১২টার দিকে করোনা উপসর্গ নিয়ে কামাল নামের এক যুবক মারা গেছেন। গতকাল রাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তবে অবস্থা খুব খারাপ ছিল।

এদিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক জামাল মোস্তফা জাগো নিউজকে বলেন, মঙ্গলবার রাতে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন দুজনের মৃত্যু হয়েছে। তারা করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। তাদের একজনের বয়স ৫৫ অপরজনের ৫৮ বছর।

আবু আজাদ/এমএসএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।