এতকিছু বন্ধের পরও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হইনি : সিইসি
করোনাভাইরাস ও ঝড়-ঝঞ্ঝার (আম্ফান) মধ্যেও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ‘দেশে এতকিছু বন্ধ হওয়ার পরও আমরা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হইনি। ইসির যারা মাঠ পর্যায়ের কর্মকর্তা তাদের সেই দায়িত্ববোধ যেন আমাদের মধ্যে থাকে সে নির্দেশ থাকল আমার।
বুধবার (২০ মে) বিকেলে নতুন কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম এবং অনলাইন এনআইডি সার্ভিসের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার।
অধীনস্তদের উদ্দেশ্যে সিইসি বলেন, ‘যখনই কেউ কোনো অসুবিধার মধ্যে পড়বেন, করোনার কারণেই হোক কিংবা ঝড়-ঝঞ্ঝার কারণেই হোক ইসি সচিবালয়কে স্মরণে রাখবেন। সাহায্য সহযোগিতা যখন লাগবে আমরা আপনাদের পাশে আছি।’
করোনা সংকটকালে সবাইকে সতর্কতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে কে এম নুরুল হুদা বলেন, ‘এই ঝড়-ঝঞ্ঝার মধ্যে কাজ করে যাচ্ছি নিরলসভাবে। যারা এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।’
তিনি বলেন, ‘এক একটা পরিবেশ-পরিস্থিতি যখন আসে আমাদের নিবেদিত হতে হয়। সেই নিবেদিত হওয়ার সময় এটা। এই সময়টাকে আপনারা কাজে লাগিয়েছেন। দেশের স্বার্থে জাতির স্বার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তাদের আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি। ২৯৭ জনের অনলাইনে কর্মশালার ব্যবস্থা বিরাট একটি কর্মযজ্ঞ। এর মাধ্যমে আমাদের কথা বলার সুযোগ হলো, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা করার সুযোগ হলো’
নুরুল হুদা বলেন, ‘ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিওএইচও) ভিডিও কনফারেন্স করে। আমরা তেমনিভাবে নিজেদের কাজকর্ম গুছিয়ে নেয়ার সুযোগ পেয়েছি। তবে আপনারা সতর্ক থাকবেন, কাজে থাকবেন, নিরবচ্ছিন্ন থাকবেন, দেশ এবং জাতির জন্য যেখানে যে অবস্থায় আছেন সেখান থেকেই সেবা করবেন। এটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিইসি এবং নির্বাচন কমিশনাররা বিশেষ অতিথি হিসেবে অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর।
এইচএস/এফআর/এমএস