বায়তুশ শরফের পীর মাওলানা কুতুবউদ্দিন করোনা পজিটিভ ছিলেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১১:৩০ পিএম, ২০ মে ২০২০

উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন বায়তুশ শরফের পীর মাওলানা কুতুবউদ্দিন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ।

বুধবার (২০ মে) রাত সোয়া ১১টার দিকে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

এর আগে বুধবার দুপুরে ঢাকার আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

সে সময় পীর মাওলানা কুতুবউদ্দিনের ভাগনে আবু জাহেদ মো. সাদেক বলেন, আনোয়ার খান মডার্ন হাসপাতালের করোনা ইউনিটেই দুপুর দুইটায় মাওলানা কুতুবউদ্দিন শেষ নিশ্বাস ত্যাগ করেন।

অসুস্থ অবস্থায় বাহরুল উলুমখ্যাত শাহ মাওলানা মোহাম্মদ কুতুবউদ্দিনকে গত ১৮ মে রাত সাড়ে ৩টায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। তার জ্বর, কাশি ও শ্বাসকষ্ট ছিল। মঙ্গলবার রাত ৮টায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়।

তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। তার মৃত্যুর খবরে চট্টগ্রামসহ সারাদেশে ভক্তকুলের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আবু আজাদ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।