অসহায়দের পাশে রয়েছেন প্রায় সব সংসদ সদস্য

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৮ পিএম, ২৪ মে ২০২০

করোনার শুরু থেকেই নিজ এলাকায় অসহায়দের পাশে রয়েছেন প্রায় সব সংসদ সদস্য বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবনে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, ওয়ান-ইলেভেনের সুবিধাভোগী একটি মহল যারা বিরাজনীতিকরণ চায় ও রাজনীতিকদের হেয়প্রতিপন্ন করতে চায় এ নিয়ে তাদের বিভ্রান্তিকর রিপোর্ট অশুভ উদ্দেশ্যে করা, যা সমীচীন নয়।

এ সময় তিনি দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানানোর সঙ্গে সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান।

অসহায়দের পাশে দাঁড়ানোতেই ঈদ অর্থবহ হবে বলে জানান হাছান মাহমুদ।

এইউএ/এসএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।