রাজধানীর অলিগলিতে রমরমা ঈদের বাজার, নেই স্বাস্থ্যবিধি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৬ পিএম, ২৪ মে ২০২০

ঈদ উপলক্ষে রাজধানীর অলিগলিতে রমরমা বেচাকেনা চলছে। নতুন পোশাক কেনা থেকে শুরু করে মুদির দোকানে ঠাসা ভিড়। মাংসের দোকানদারদেরও দম ফেলার ফুসরত নেই। সামর্থ্য অনুযায়ী মসলা ও ফলমূলও কিনছেন অনেকে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলার দিকে অনেকেরই নজর নেই। আবার অনেকে শিশুদের নিয়েও ঘোরাঘুরি করছেন।

রোববার (২৪ মে) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাজপথে আগের তুলনায় গাড়ি কম। কিন্তু অলিগলিতে ভিন্ন চিত্র। সেখানে লোকজন ঠাসাঠাসি করে কেনাকাটা করছে। ঈদ উপলক্ষে অনেকেই ভ্যানে কাপড় বিক্রি করেছেন। তবে অধিকাংশই শিশু-কিশোরদের পোশাক। এছাড়া ভ্যানে করে জুতাও বিক্রি করা হচ্ছে।

eid-bazar

সেখানে কিনতে যাওয়া ব্যক্তিরা জানিয়েছেন, বাচ্চারা তো আর করোনা রোগ বোঝে না। তাই বাধ্য হয়ে কিনতে হচ্ছে। আবার অনেকে বলছেন, বছরে একবারই তারা এই সময় কাপড় কিনে থাকেন।

এছাড়া মুদি দোকানে দুধ, চিনি, সেমাই, মসলাসহ নানা খাদ্যপণ্য কিনতে ভিড় করছেন লোকজন। আবার পোলাওয়ের চালও ভ্যানে বিক্রি হচ্ছে। সেখানেও ক্রেতাদের ভিড়। এসব চাল মানভেদে ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

eid-bazar

ভ্যানে রাখা শিশুদের বিভিন্ন পোশাক কিনতে যাওয়া পোশাককর্মী ছবিরন নেছা জাগো নিউজকে বলেন, ‘করোনার কারণে কাজ বন্ধ। হাতে টাকা নাই। কিন্তু ছোট বাচ্চা আছে ঘরে। খালি নতুন কাপড় কিনতে চায়। তাই কম দামের কিছু কেনার চেষ্টা করছি। আর বছরে দু-তিনবার ছাড়া তো আমাদের কাপড় কেনার সুযোগ নাই।’

মো. আলমগীর নামে এক মুদি দোকানদার বলেন, ‘ঈদ উপলক্ষে বেশিরভাগ মানুষই সেমাই, চিনি, দুধ, মসলা আর নুডলস কিনছেন। বেচাকেনা ভালোই।’

eid-bazar

এছাড়া গরুর মাংসের দোকানেও অনেক ভিড় দেখা গেছে। কেউ কেউ আবার ফার্মের মুরগিও কিনছেন।

এইচএস/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।