ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ২৯ মে ২০২০
ফাইল ছবি

ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের আহ্বায়ক ডা. ফয়জুল হাকিম।

শুক্রবার(২৯ মে) এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

ডা. ফয়জুল হাকিম বলেন, গত ২৭ মে রাতে ঢাকার গুলশানে ইউনাইটেড হাসপাতালে আগুনে পুড়ে পাঁচজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।অথচ এখন পর্যন্ত কোনো হত্যা মামলা হয়নি।সরকার ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষকে রক্ষায় লিপ্ত রয়েছে।

বিবৃতিতে তিনি আরও বলেন, জাতীয় বিল্ডিং কোড না মেনে ও করোনা আক্রান্ত রোগীদের জন্য আগুন নির্বাপক ব্যবস্থা নিশ্চিত না করে ইউনাইটেড হাসপাতাল কর্তৃক আইসোলেশন ইউনিট নির্মাণ করায় অগ্নিকাণ্ডের ঘটনার সময় ইউনিটে থাকায় পাঁচ রোগীর মৃত্যু হয়েছে। এটা কোনো নিছক দুর্ঘটনা নয়।

বিবৃতিতে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও মারা যাওয়া রোগীদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের জোর দাবি জানিয়ে বলা হয়, প্রাইভেট-কর্পোরেট হাসপাতালে সরকারের যথাযথ নজরদারি বৃদ্ধি করতে হবে।

এফএইচএস/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।