নবাবগঞ্জে করোনায় আক্রান্ত আরও ৮৯, মোট ১৫২

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:৩৪ এএম, ৩১ মে ২০২০

আসাদুজ্জামান সুমন, ঢাকা দক্ষিণ

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে আরও ৮৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫২ জনে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, শনিবার (৩০ মে) রাত ১২টায় পাওয়া পরীক্ষার ফলাফলে নতুন করে ওই ৮৯ জন
শনাক্তের বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন।

ডা. অনুপ জানান, গত সপ্তাহের রোব, মঙ্গল ও বৃহস্পতিবার পাঠানো ১৯৫ জনের নমুনা থেকে নতুন ৮৯ জন রোগী শনাক্ত হয়েছে। বিভিন্ন বয়সী নতুন আক্রান্তরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। এদের নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫২ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন ও মৃত্যুবরণ করেছেন ২ জন।

নতুন আক্রান্তদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে ডা. অনুপ জানান, সংক্রমণের ঝুঁকি এড়াতে আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টাইনে রাখা হবে। এছড়াও প্রয়োজনীয় অন্যান্য পদক্ষেপ নেয়া হবে বলে জানান এ চিকিৎসক।

এমএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।