করোনাভাইরাস শনাক্তে আরও দুটি ল্যাব চালু
করোনাভাইরাস শনাক্তকরণে রাজধানীতে আরও দুটি আরটি-পিসিআর ল্যাবরেটরির কার্যক্রম শুরু হয়েছে। এর একটি চালু হয়েছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে, অপরটি বেসরকারি ডিএনএ সলিউশন লিমিটেডে। এ নিয়ে দেশে করোনাভাইরাস শনাক্তকরণে ল্যাবের সংখ্যা দাঁড়াল ৫২টি।
রোববার (৩১ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাসবিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে ১২ হাজার ২২৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১১ হাজার ৮৭৬টি নমুনা। নতুন কোনো রোগী শনাক্ত হয় ২ হাজার ৫৪৫ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪৭ হাজার ১৫৩ জন।
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪০ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯)। এটি এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। ফলে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৫০ জনে।
এমইউ/জেডএ/এমকেএইচ