সরকারি কর্মচারী হাসপাতালে করোনার নমুনা সংগ্রহ-চিকিৎসা
ঢাকার ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী হাসপাতালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের করোনাভাইরাসের (কোভিড-১৯) নমুনা সংগ্রহ, পরীক্ষা ও চিকিৎসা দেয়া হচ্ছে।
বৃহস্পতিবার (৪ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এছাড়া নমুনা সংগ্রহ, নমুনা পরীক্ষা ও চিকিৎসা সহযোগিতা দিতে চারজন চিকিৎসক ও কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে, খোলা হয়েছে একটি কন্ট্রোল রুম।
হাসপাতালটিতে সংযুক্ত জনপ্রশাসনের উপ-সচিব মো. দিদারুল ইসলামকে নমুনা সংগ্রহ ও পরীক্ষার সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
এছাড়া সহযোগিতার জন্য হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট নাজনীন জামান, মেডিকেল অফিসার হাসিবুল ইসলাম ও ফারহানা সুলতানার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। কন্ট্রোল রুমেও (০১৪০৪৪৩০৮১০, ই-মেইল: [email protected]) যোগাযোগ করতে বলা হয়েছে।
বিশেষ প্রয়োজনে হাসপাতালের পরিচালক ও অতিরিক্ত সচিব মুহ. মাহবুবর রহমানের সঙ্গেও যোগাযোগ করা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরএমএম/এমএসএইচ/এমকেএইচ