বিমানের রবি-সোমবারের সব ফ্লাইটও বাতিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৭ পিএম, ০৬ জুন ২০২০

যাত্রী সংকটে ফের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাতিলের ঘোষণা দিলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী রবি ও সোমবার (৭ ও ৮ জুন) তারা কোনো ফ্লাইট পরিচালনা করবে না। এ নিয়ে টানা সাতদিনের ফ্লাইট বাতিল করলো রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্সটি।

শনিবার (৬ জুন) বিমান সূত্র জাগোনিউজকে বিষয়টি নিশ্চিত করে। ওই সূত্র জানায়, যাত্রী সংকটের কারণে সামনের দুদিনের ফ্লাইটও বাতিল করতে বাধ্য হয়েছে এয়ারলাইন্সটি।

তবে আজ শনিবার বিমানের একটি চার্টার্ড ফ্লাইট মালদ্বীপে পাঠানো হয়েছে। সেটি ওই দ্বীপরাষ্ট্রে থাকা বাংলাদেশিদের নিয়ে আসবে।

করোনাভাইরাসের কারণে দীর্ঘ ৬৯ দিন বন্ধ থাকার পর অভ্যন্তরীণ তিন রুটে গত ১ জুন ফ্লাইট চলাচল শুরু করে বিমান। তবে ফ্লাইট চালুর দ্বিতীয় দিন ২ জুন ও তৃতীয় দিন ৩ জুন যাত্রী সংকটের কারণে কোনো ফ্লাইট পরিচালনা করতে পারেনি বিমান। ৪ জুন টানা তিন দিনের ফ্লাইট বাতিলের ঘোষণা দেয় সংস্থাটি।

সর্বশেষ গত ৪ জুন জানানো হয়, ৫ ও ৬ জুনের সব শিডিউল ফ্লাইট বাতিল করা হয়েছে। আজ জানানো হলো আগামী দুদিনের ফ্লাইট বাতিলের কথা।

যদিও বিমানের রুটগুলোতেই যাত্রী নিয়ে চলাচল করছে বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ারের ফ্লাইট।

এআর/এইচএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।