আনসারে শতকরা ৫১ জন করোনা থেকে সুস্থ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৯ পিএম, ০৭ জুন ২০২০

মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেও দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৯৭ জন সদস্য এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১১ জন।

তবে খুশির সংবাদ হলো- এ বাহিনীতে সুস্থতার হার ৫০ শতাংশেরও বেশি। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০৪ জন আনসার সদস্য। যা মোট আক্রান্তের ৫১.৩৯ শতাংশ।

রোববার (৭ জুন) বিকেলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর থেকে এসব তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাসসুম রেবিন জানান, আনসার বাহিনীর করোনা আক্রান্তদের মধ্যে অর্ধেকের বেশি সুস্থ ২০৪ হয়েছেন। মোট আক্রান্ত ৩৯৭ জন।

সুস্থ হয়েছেন বাহিনীর একজন উপ-মহাপরিচালকও। এছাড়া ব্যাটালিয়ন আনসার ৭৬ জন, অঙ্গীভূত সাধারণ আনসার ১২৩ জন, নার্সিং সহকারী একজন, সিগন্যাল অপারেটর একজন, ভিডিপি সদস্য একজন এবং একজন মহিলা আনসার সদস্য সুস্থ হয়েছেন।

করোনা যুদ্ধে জয়ী কর্মকর্তাসহ এ সকল সদস্যরা সুস্থ হয়ে যার যার কর্মস্থলে যোগদান করেছেন এবং দেশ ও জনগণের সেবায় নিয়োজিত রয়েছেন।

আক্রান্তদের মধ্যে ৩১০ জন ঢাকার এবং ঢাকার বাইরের ৮৭ জন।

উল্লেখ্য, আক্রান্তদের মধ্যে ৮২ জন ব্যাটালিয়ন আনসার জাতীয় সংসদ ভবনে এবং ১৯৬ জন অঙ্গীভূত সাধারণ আনসার ঢাকা মহানগর পুলিশের সঙ্গে কর্মরত রয়েছেন। এছাড়া বাকিদের কেউ সদর দফতর এবং কেউ বিভিন্ন জেলায় কর্মরত রয়েছেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর করোনা আক্রান্তদের মধ্যে হোম কোয়ারেন্টাইনে আছেন ৩৪ জন। প্রাতিষ্ঠানিক ও বিভিন্ন আাবাসিক হোটেল কোয়ারেন্টাইনে ৯৬ জন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, রাজারবাগ পুলিশ হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে বাহিনীর ৯৬ জন সদস্য চিকিৎসাধীন আছেন। এ পর্যন্ত বাহিনীর আব্দুল মজিদ নামে একজন সদস্য মৃতুবরণ করেছেন।

জেইউ/এফআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।