যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন ১২৯ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৩ পিএম, ০৭ জুন ২০২০

করোনাভাইরাস মহামারির মধ্যে যুক্তরাষ্ট্রে আটকে থাকা ১২৯ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।

রোববার বিকেল ৫টায় কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইট তাদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল-আহসান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটটি বিকেলে ১২৯ জন যাত্রী নিয়ে দেশে ফিরেছে।

শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাইটে আসা বাংলাদেশিরা হেলথ সার্টিফিকেট নিয়ে এসেছেন। তাদের কারও দেহেই করোনার সংক্রমণ পাওয়া যায়নি। তবে তাদের হোম ১৪ কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার সকাল ৯টায় উড়োজাহাজটি জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। কাতারের দোহা বিমানবন্দরে প্রায় চার ঘণ্টা যাত্রাবিরতির পর বাংলাদেশে আসে।

ফ্লাইটে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী, উচ্চতর ডিগ্রি নিতে যাওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, দর্শনার্থী, পেশাজীবী ও ব্যবসায়ী রয়েছেন।

এর আগে গত ১৫ মে যুক্তরাষ্ট্রে আটকে থাকা ২৪২ বাংলাদেশিকে নিয়ে কাতার এয়ারওয়েজের প্রথম বিশেষ ফ্লাইট ওয়াশিংটন থেকে ঢাকায় পৌঁছায়।

এআর/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।