করোনাকালে নেচে-গেয়ে রিকশাচালকদের আনন্দ দিলেন কে এই বৃদ্ধ?

মনিরুজ্জামান উজ্জ্বল
মনিরুজ্জামান উজ্জ্বল মনিরুজ্জামান উজ্জ্বল , বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০২:১৭ পিএম, ০৯ জুন ২০২০

মঙ্গলবার। সকাল আনুমানিক সাড়ে ৯টা। রাজধানীর শাহবাগ মোড়ে ওভারব্রিজের অদূরে কয়েকজন রিকশাচালক ও পথচারী ষাটোর্ধ্ব এক বৃদ্ধকে ঘিরে দাঁড়িয়ে আছেন। ওই বৃদ্ধ নানা অঙ্গভঙ্গিতে নেচে নেচে গান গাইছিলেন। উপস্থিত সবাই হাততালি দিয়ে এবং সুর মিলিয়ে গান গেয়ে বৃদ্ধকে উৎসাহ দিচ্ছিলেন। উৎসাহ পেয়ে বৃদ্ধের নাচ-গান যেন আর শেষ হতে চায় না! গান ও নাচ শুরু করার আগে গানটি কত সালের, কোন ছায়াছবির, কোন সংগীতশিল্পী গেয়েছেন, ওই ছায়াছবির নায়ক-নায়িকা কে ছিলেন ইত্যাদি সবিস্তারে বর্ণনা দিয়ে কোমর হেলিয়ে দুলিয়ে গানের সঙ্গে নেচে যাচ্ছিলেন এই বৃদ্ধ। মৎস্য ভবন থেকে শাহবাগ চৌরাস্তার মোড় পেরিয়ে ওভারব্রিজের সামনে বাস থামলে যাত্রীরা উঁকিঝুঁকি মেরে ক্ষণিকের জন্য বৃদ্ধের নাচ-গান উপভোগ করছিলেন।

বৃদ্ধের বেশভূষাও সবার নজর কাড়ছিল। বৃদ্ধের পরনে জিন্সের প্যান্ট, ফুলহাতা প্রিন্টের শার্ট, পায়ে জুতা, গলায় ঝুলছে ফুলের মালা। ষাটোর্ধ্ব এই বৃদ্ধের নাম আনোয়ার হোসেন। বাসা কাজী আলাউদ্দিন রোডে।

Man-(4)

তিনি নিজেকে একজন মুরগি ব্যবসায়ী পরিচয় দিলেও উপস্থিত সবাই জানালেন, আনোয়ার হোসেন একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। বিএসএমএমইউ, বারডেম ও শাহবাগ এলাকাতেই তাকে দেখা যায়। বেশিরভাগ সময় চুপচাপ থাকলেও হঠাৎ তার নাচ-গানের মুড হলে পরিচিত রিকশাচালকদের নেচে-গেয়ে আনন্দ দেন।

এ প্রতিবেদক বৃদ্ধকে তার নাম জিজ্ঞাসা করলে তিনি একবার ইংরেজিতে আরেকবার বাংলায় তার নাম মো. আনোয়ার হোসেন বলে জানান।

Man-(4)

পেশা জানতে চাইলে বলেন, কাজী আলাউদ্দিন রোড। জানান, ব্রয়লার মুরগির দোকান ছিল তার। লকডাউনের কারণে বর্তমানে দোকানটি বন্ধ। উপস্থিত কয়েকজন রিকশাচালক জানান, তিনি মানসিকভাবে ভারসাম্যহীন।

এই প্রতিবেদক তার স্ত্রী ও ছেলেমেয়ে রয়েছে কি-না জানতে চাইলে বৃদ্ধ উত্তর না দিয়ে হেসে একটি গান গাইতে শুরু করেন। গানটি হলো-‘আমি চাইলাম যারে/ ভবে পাইলাম না তারে/ সে এখন বাস করে অন্যের ঘরে।’

এমইউ/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।