ডা. জাফরুল্লাহর চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩০ পিএম, ০৯ জুন ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসে গুরুতর সংক্রমণ হওয়ায় একটি অনলাইন মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এ বোর্ডে দেশি-বিদেশি চিকিৎসকরা রয়েছেন। ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিকেল ৪টার দিকে জাগো নিউজকে এ তথ্য জানান গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ।

তিনি জানান, দুপুর দেড়টার দিকে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে দেখে আসার পর তার চিকিৎসকরা এসব তথ্য জানিয়েছেন।

মো. ফরহাদ বলেন, ‘করোনা ও ফুসফুসে গুরুতর সংক্রমণজনিত কারণে একটি অনলাইন মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এ বোর্ডে দেশ-বিদেশের চিকিৎসকরা অংশ নিয়েছেন। তার সার্বিক অবস্থা স্থিতিশীল ও অক্সিজেন গ্রহণের মাত্রা আগের মতোই রয়েছে। তিনি খাবার খেতে পারছেন।’

তিনি আরও বলেন, ‘বোর্ড গঠনের কথা চিকিৎসকরা আজকেই আমাদের জানিয়েছেন। নিশ্চয়ই আজকেই তারা বোর্ড গঠন করছে। আগে গঠন করলে তো আগেই বলতো। এই বোর্ডে কতজন সদস্য রয়েছেন এবং কোন কোন দেশের চিকিৎসকরা রয়েছেন– এসব জানি না।’

গত ২৫ মে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। গত ২৬ মে তিনি প্লাজমা থেরাপি নেন। এরপর ২৫ মে রাতে তিনি দ্বিতীয়বার এবং ৬ জুন তৃতীয়বারের মতো প্লাজমা থেরাপি নেন। শুক্রবার থেকে তার শ্বাসকষ্ট বাড়ে। ওইদিন দুপুর থেকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে ডা. জাফরুল্লাহকে।

এদিকে, ডা. জাফরুল্লাহর শারীরিক বিষয়ে শনিবার (৬ জুন) রাতে গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মনজুর কাদির আহমেদ বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। যদিও উনি এখনও পুরোপুরি ঝুঁকিমুক্ত নন। ওনাকে গতকাল রাতে ডায়ালাইসিস দেয়া হয়েছে এবং প্লাজমা থেরাপি দেয়া হয়েছে। আজ আবারও ডায়ালাইসিস দেয়া হয়েছে। স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের জন্য অক্সিজেন থেরাপি লাগছে। আগে সপ্তাহে তিন দিন ডায়ালাইসিস লাগলেও পরিস্থিতি সাপেক্ষে ওনার চিকিৎসক প্রতিদিন ডায়ালাইসিস করার সিদ্ধান্ত নিয়েছেন।’

এতে আরও বলা হয়, ‘বর্তমানে ওনার নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফি, অধ্যাপক ডা. নজীবের সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। আমরা বিশ্বাস করি, ডা. জাফরুল্লাহ চৌধুরী সুস্থ হয়ে উঠবেন এবং সুন্দর বাংলাদেশ বিনির্মাণে তার বাকি স্বপ্নগুলো বাস্তবায়ন করবেন। আপনাদের সবার দোয়া চেয়েছেন ডা. জাফরুল্লাহ।’

পিডি/এমএসএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।