পূর্ব রাজাবাজারে লকডাউন সফল করতে ডিএনসিসি মেয়রের আহ্বান
পূর্ব রাজাবাজারে লকডাউন সফল করতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, সকলের সহযোগিতা পেলে পূর্ব রাজাবাজারকে রেড জোন থেকে গ্রিন জোনে আনতে পারব।
বুধবার (১০ জুন) এক ভিডিও বার্তায় মেয়র আতিকুল ইসলাম এসব কথা বলেন।
তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডকে রেড জোন হিসেবে কাজ করছি। এই কাজের মধ্যে সবার সহযোগিতা অবশ্যই দরকার। আমরা ইতোমধ্যে নাজনিন স্কুলে কন্ট্রোল রুম খুলেছি এবং সেখানে কোভিড-১৯ পরীক্ষার জন্য বুথ খোলা হয়েছে। অন্যান্য বুথ তিন ঘণ্টার জন্য খোলা থাকে। কিন্তু এ বুথ সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত খোলা থাকবে। যাদের করোনা উপসর্গ আছে তারা ওখানে গিয়ে টেস্ট করাতে পারবেন। জনসাধারণকে এগিয়ে আসার জন্য আমি অনুরোধ করব।
মেয়র আতিক আরও বলেন, লকডাউনে কেউ ঘর থেকে বের হতে পারবেন না। কারণ বের হলে সংক্রমিত হতে পারেন। আপনি ও আপনার পরিবার সুস্থ থাকলে শহর সুস্থ থাকবে, দেশও সুস্থ থাকবে। সেই সুস্থতার জন্য আমি আপনাদের সহযোগিতা চাই।
এএস/এমএসএইচ/জেআইএম